আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলা বাদক তন্ময় বোস জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ নভেম্বর’২৩ : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলা বাদক তন্ময় বোস জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমীর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী তবলার প্রশিক্ষণ শিবিরের প্রধান শিক্ষাগুরু হিসেবে তার এই আগমন জলপাইগুড়িতে। তিনদিন তিনি থাকবেন এই শহরে এবং প্রশিক্ষণ দেবেন এখানকার প্রতিভাবান তবলাবাদকদের।

Internationally renowned tabla player Tanmoy Bose in Jalpaiguri

আজ থেকে শহরের রবীন্দ্র ভবনে এই শিবির শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে 20জন তবলাবাদক অংশ নিয়েছে। দুইদিনের প্রশিক্ষণ শেষে আগামী 24 নভেম্বর সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে তন্ময় বোস এবং তাঁর শিষ্যদের সাথে মঞ্চে তবলা পরিবেশন করবেন কর্মশালায় অংশ নেওয়া তবলাবাদকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *