সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ নভেম্বর’২৩ : জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি জলপাইগুড়ি, ময়নাগুড়ি জাতীয় সড়কে পাহাড়পুর মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হয় এই বাইক আরোহীর বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাস্থলে দমকল এবং কোতয়ালী থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ।ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচলে ব্যাহত হয়। বাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে পুলিশ। পাশাপাশি ঘাতক লরিটির খোজে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে তদন্তে ডিএসপি ট্রাফিক কোতোয়ালি থানার আইসি।
