গ্রেপ্তারে বিলম্ব; থানায় প্রতারিত নার্সিং ট্রেনিং সেন্টারের ছাত্রীরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ নভেম্বর’২৩ : জলপাইগুড়ি ভুয়ো দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্নধার শান্তনু শর্মার গ্রেফতারের বিলম্বের কারণ জানতে শনিবার কোতোয়ালি থানায় আসেন প্রতারিত ছাত্রীদের একাংশ । ছাত্রীদের বক্তব্য প্রায় দুমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি শহরের ভুয়ো নাসিং ট্রেনিং সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তনু শৰ্মাকে। উল্লেখ্য, প্রায় দু মাস আগে জলপাইগুড়ি শহরের বুকে রমরমিয়ে চলতে থাকা ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দফতর। এরপরেই প্রকাশ্যে আসে নানান চাঞ্চল্যকর ঘটনা। মূল অভিযুক্ত কে কেন আজও গ্রেফতার করা সম্ভব হচ্ছে না তারই খোঁজ নিতে আসা দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের প্রতারিত ছাত্রী পিংকি রায় বলেন এবার আমরা অনশন আন্দোলনে পথে হাঁটবো। ছাত্রীদের বক্তব্য তাকে গ্রেপ্তার না করলে আমাদের প্রাপ্য টাকা আমরা ফিরে পাব না বলে বক্তব্য তাদের। প্রতারিতরা বলেন, বেআইনিভাবে প্রশিক্ষণ চলছিল। আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও কোন সুবিচারের আশ্বাস পাচ্ছি না। আমরা গরিব বলেই কি আমাদের কেসটা কেউ দেখছেন না? আগামী এক সপ্তাহের মধ্যে শান্তনু শর্মাকে গ্রেপ্তার না করা হলে অনশনে আন্দোলনের পথেই হাঁটবেন তারা বলে জানান। পুলিশ ঠিকঠাক কাজ করছে না বলেও অভিযোগ তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *