সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ নভেম্বর’২৩ : ওয়েব সিরিজের শুটিং দেখতে গভীর রাত পর্যন্ত উৎসাহী প্রূচুর মানুষের ভিড়। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রামের চেল নদীতে একটি ওয়েব সিরিজের শুটিং দেখতে উৎসাহি প্রূচুর মানুষের ভিড় জমে যায় গত রাতে। শুটিং শুরু হয় রাত আটটায়, চলে গভীর রাত পর্যন্ত। সেই শুটিং দেখতে সন্ধ্যা থেকে মানুষের ভিড় জমতে শুরু করে। রাত ১২ টা পর্যন্ত উৎসাহী মানুষের ভিড় চোখে পড়ে শ্যুটিং স্থলে। যদিও রাতে গুজব ছড়ায় দেব আসবে শুটিং করতে কিন্তু দেব আসে নি। জানা গেছে কলকাতা থেকে একটি টিম ওয়েব সিরিজের শুটিং করতে এসেছে। আর সেই শুটিংকে কেন্দ্র করে নদীতে মাঝে মধ্যে একটু একটু জল থাকায় সেখানে শুটিং করতে দেখা যায় ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রের দুই শিশু অভিনেতাকে।নদীর দুই ধারে কিছুটা জায়গা কাটা তারের বেড়া দেওয়া হয় শুটিং এর জন্য, এছাড়াও আলোর ব্যবস্থা ছিল যথেষ্ট। ভিড় সামলাতে ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের টিমের তৎপরতা লক্ষ্য করা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বিঘ্নে শুটিং সম্পূর্ণ হয়। এলাকার মানুষের মধ্যে শুটিং কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
