সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ ডিসেম্বর’২৩ : ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে অভিযান চালিয়ে ৫০ লক্ষেরও বেশি মূল্যের সেগুন কাঠের আসবাবপত্র এবং কাঠের গুড়ি উদ্ধার করলেন ডাবগ্রাম রেঞ্জের ফাড়াবাড়ি বিটের বনকর্মীরা। শুক্রবার বনকর্মীরা অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করেন।

কনটেনারটি নাগাল্যান্ডের দিক থেকে বিহারের দিকে যাচ্ছিল। অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সেগুন কাঠ ও কাঠের সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনায় চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।