ডিজিটাল ডেস্ক, ৫ই ডিসেম্বর’২৩ : মিজোরামে সরকার গড়ল জোরাম পিপলস্ মুভমেন্ট (ZPM)। মোট ৪০টি আসনের মধ্যে জেডপিএম পেয়েছে ২৭ টি আসন, এমএনএফ ১০ টি আসনে জয়ী হয়েছে।বিজেপি পেয়েছে ২ টি এবং কংগ্রেস ১ টি আসনে জয় পেয়েছে। জোরাম পিপলস্ মুভমেন্ট (জেডপিএম) নেতা লালডুহোমা এবারের বিধানসভা ভোটে শাসক মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) -কে পর্যুদস্ত করে মিজোরামের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
কিন্তু কে এই লালডুহোমা? আশির দশকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার প্রধান দায়িত্বে ছিলেন আইপিএস লালডুহোমা। ১৯৮২ সালে দিল্লি নিয়ে গিয়ে ইন্দিরার নিরাপত্তা অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ইন্দিরা জানতে পেরেছিলেন, ১৯৭৭ সালে আইপিএস হওয়ার আগে রাজ্য প্রশাসনিক সার্ভিসের অফিসার হিসাবে মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রী সি ছুংগার সহায়ক ছিলেন তিনি। লালডুহোমার রাজনৈতিক জ্ঞান দেখে ইন্দিরাই ১৯৮৪ সালে ফের তাঁকে মিজোরামে পাঠান। ২০১৮ সালেই মিজোরামে দু’দশকের দ্বিমেরু রাজনীতির প্রথা ভেঙে দিয়েছিলেন তিনি। কংগ্রেসকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দখল করেছিলেন বিরোধী দলনেতার পদ। আর এবার মুখ্যমন্ত্রীর পদে অভিষেক হতে চলেছেন
লালডুহোমা।