মোটরবাইক দুর্ঘটনায় বলি দুই যুবক

সংবাদদাতা, মালদা, ৮ ডিসেম্বর’২৩ : মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় ঘটনার বলি হলো দুই যুবক। আশঙ্কাজনক আরও দুই বাইক আরোহী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট- বামনগোলা রাজ্য সড়কের মাঝে তিতপুর এলাকায় বাইক দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। দুর্ঘটনা গ্রস্থদের উদ্ধার করে স্থানীয়রা বামনগোলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান তাঁরা।

Say two young men in a motorbike accident

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।এলাকা সূত্রে জানা গিয়েছে একটি বাইকে তিনজন বিনা হেল মেটে দ্রুত গতিতে পাকুয়াহাট হইতে বামনগোলা যাচ্ছিল অন্যদিকে,একটি বাইক বামনগোলা থেকে পাকুয়াহাট আসছিল সে সময় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের তিতপুর এলাকায়। যদিও এলাকাবাসী ক্যামেরার সামনে আসেনি মৌখিকভাবে জানিয়েছেন চিৎপুর এলাকায় একটি বাইকে হেলমেট ছাড়া তিনজন বামনগোলা যাছিলো অপরদিকে বামনগোলা থেকে বাইক চালক যাচ্ছিল সে সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *