সংবাদদাতা, কলকাতা, ৯ ডিসেম্বর’২৩ : সোশ্যাল মিডিয়ায় পুলিশের পরিচয় দিয়ে অশোকনগর থানার অন্তর্গত এক মেয়েকে প্রেমের জালে জড়ালো রাজু দেবনাথ নামে এক যুবক। রাজুর বাড়ি দত্তপুকুর থানার অন্তর্গত দত্তপুকুর হাটখোলায়। প্রেমের মোহে অন্ধ হয়ে মেয়েটি অভিযুক্ত রাজু দেবনাথকে চল্লিশ হাজার টাকাও দিয়ে দেন। কিন্তু বেশ কয়েক দিন যাওয়ার পরে মেয়েটি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ তদন্ত করে জানতে পারে অভিযুক্ত রাজু দেবনাথ আদৌ পুলিশ নয়। সেই ভুয়ো পুলিশকে ধরতে পুলিশ জাল ফেলে। অবশেষে অশোকনগর থানার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত রাজু দেবনাথ। অশোকনগর স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে তোলা হয়েছে।
