সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর’২৩ : সমস্ত শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ, চুক্তিতে নিয়োজিত কৰ্মচারীদের সমকাজে সমবেতন , চুক্তি ভিত্তিক কর্মচারীদের স্থায়ী চাকরী দাবী, অবিলম্বে বকেয়া ৪০ শতাংশ মহার্ঘভাতা সহ একাধিক দাবিতে রবিবার পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কৰ্মচারী সমিতির ৬৪-৬৫তম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বাবুপাস্থিত কর্মচারী ভবনে। এদিন বিভিন্ন দাবিতে একটি মিছিল সংঘটিত করে শহর পরিক্রমা করেন সমিতির নেতৃত্বরা। পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কৰ্মচারী সমিতির জেলা সম্পাদক জয়ন্ত রায় বলেন চুক্তি ভিত্তিক কর্মচারী সংখ্যা বাড়ছে। তারা নূন্যতম বেতনের চাকরি করছেন। কর্মচারীদের মর্যাদা সম্পন্ন বেতনের পাশাপাশি তাদের স্থায়ী চাকরির দাবী করছি। এদিন বকেয়া মহাঘ্যভাতার দাবিতে সহ অন্যান্য দাবিকে সামনে রেখে এদিনের সম্মেলন। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখর সমাদ্দার, স্বপন রায়, অভিজিৎ নাগ, রাজদ্বীপ দত্ত প্রমুখ।
