দীঘায় উঠলো ৫০ মণ বহুমূল্য গুরজালি মাছ

ডিজিটাল ডেস্ক : দীঘায় উঠলো ৫০ মণ বহুমূল্য গুরজালি মাছ। বুধবার দীঘার ভগবান ভুঁয়া মৎস্যজীবীর জালে একসঙ্গে প্রায় ৫৯ মণ উঠল গুরজালি মাছ। যা দেখে খানিকটা হলেও হতবাক হয়ে গেছেন সেখানকার মৎস্যজীবীরা। লকডাউন পরিস্থিতিতে যখন আর্থিক অবস্থা খারাপ তখন একসঙ্গে এত মাছ পেয়ে কার্যত খুশি মৎস্যজীবীরা। তাদের কথায়, ভগবান ভুঁয়ার কাছে ১৫ জন মৎসজীবি কাজ করেন। আজ তারা প্রত্যেকে ৫ থেকে ৬ হাজার টাকা করে ভাগ পাবেন।

মেঘলা আবহাওয়া থাকার জন্য এই মাছটি পাওয়া গেছে বলে মনে করছেন মৎস্যজীবীরা। তাদের কথায় এই মাছ এখানে বিক্রি হয় না, বাইরে বিক্রি হয়। এক কিলো মাছের দাম ৬০০ থেকে ৭০০ টাকা করে বিক্রি হয়। এরফলে দীর্ঘ এক মাস ধরে তাদের যে আর্থিক সমস্যা চলছিল তার কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *