সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর’২৩ : বানরের দলের পর এবার হনুমানের আগমন।বাড়ছে মানুষের মনে কৌতূহল। রীতিমতো ভিড় করছে মানুষ হনুমান দেখতে।

বনের হনুমান শহরে। বসে শুনছে মানুষের কথা। জলপাইগুড়ি পান্ডাপাড়া বটতলা মোড় এলাকায় একটি হনুমান রোজ এখানে একটি গাছের তলায় বসে থাকে। এলাকার বাসিন্দারা বলেন হয়তো জঙ্গল থেকেই আগমন এই হনুমানের। কয়দিন থেকেই এখানে এসে সে বসে থাকে। কারো কোন ক্ষতি করে নি সে এখনো। তবে শহরে বানরের পর এবার হনুমানের আগমনে মানুষের মনে কৌতূহল বাড়ছে। নিচের ভিডিওতে শুনুন কি বলছেন স্থানীয়রা।