সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর’২৩ : এবার দোকানদারদের নোটিশ ধরিয়ে দিল জলপাইগুড়ি টাউন টেশন রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি টাউন টেশন সংলগ্ন স্টেশন বাজারের বিভিন্ন দোকানদারের হাতে নোটিশ দিয়ে দেন। সেখানে তাদের বলা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই স্টেশন বাজারের অবৈধ দোকানগুলো সরে যেতে হবে।
সূত্রের খবর আগামী কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন একটি বড় মাপের একটি রেল স্টেশনে পরিবর্তিত হতে যাচ্ছে। আর তার জন্যই দরকার প্রচুর পরিমাণ জায়গা। সেই কারণে দোকানদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে জলপাইগুড়ি টাউন স্টেশনের দোকানদাররা কোথায় কিভাবে বসবে তা এখনো জানা যায়নি।