সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর’২৩ : “বাল্য বিবাহ প্রতিরোধ” বিষয়ক সচেতনতামূলক আলোচনা শিবিরের উদ্যোগ গ্রহণ করলো ব্লক প্রশাসন জলপাইগুড়ি সদর ব্লক। উল্লেখ্য আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হচ্ছে ১৪ থেকে ২০ ডিসেম্বর। এবারের থিম বিয়ের এত তাড়া কেন? আয়োজনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, সহযোগিতায় ইউনিসেফ। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি জিলা পরিষদ অডিটোরিয়াম হলে।

এদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে এক অনুষ্ঠানের আয়োজন। উল্লেখ্য আজ ১৪ই ডিসেম্বর কন্যাশ্রী দিবস। এই দিনটিকে স্মরণ করেই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জিলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন জিলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী , সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, ডিআই ( মাধ্যমিক) বালিকা গোলে প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় সহ কন্যাশ্রী দিবসের গুরুত্ব সহ একাধিক সামাজিক কাজের বিষয়ে ছাত্রছাত্রীদের সামনে বিস্তারিত আলোচনা বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন অনুষ্ঠানে আসা বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্টজনেরা।
আরো পড়ুন : তৃণমূল কংগ্রেস রাজ্যকে শেষ করে দিচ্ছে শিলিগুড়িতে বললেন শুভেন্দু অধিকারী
জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার বলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী ও বিবাহঘটিত কাজের সাথে যুক্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতেই আজকের এই বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনারের আয়োজন । সদর ব্লকের বিভিন্ন জায়গায় এখন বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে যেন আইন কানুন মেনে ছেলে মেয়েদের বিয়ে হয়। কোন রকম বিবাহবহির্ভূত বে আইনি কাজ যাতে না হয়। সেই ধরনের ঘটনায় তারাও যেন প্রশাসনের দ্বারস্থ হয়। বাল্যবিবাহ রোধ সহ শিক্ষার পথেই যাতে ছাত্রীরা এগিয়ে যেতে পারে তারই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানে বলে তিনি জানান।