সংবাদদাতা , জলপাইগুড়ি, ১৭ ডিসেম্বর,২৩ : রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ শুরু করল জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। দূরপাল্লার গাড়ি চালকদের চা পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবে শীত পড়তে শুরু করেছে। এই সময় কুয়াশার দাপটে স্বাভাবিকভাবেই পথের দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। দূরপাল্লার গাড়ি চালকরা অনেক সময় ক্লান্তিতে ভোগেন। কুয়াশার মধ্যে যানবাহন চালাতেও তাদের বেগ পেতে হয়। এর ফলে মাঝে মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। তবে চালকদের ক্লান্তি দূর করতে চা এর ভূমিকা অনস্বীকার্য বলে দাবি পুলিশের। পাশাপাশি অতিরিক্ত কুয়াশায় যাতে চালকরা গাড়ি থামিয়ে কিছু সময় বিশ্রাম নেন তারও অনুরোধ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করা হয়ে থাকে। দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ির বিভিন্ন এলাকার জাতীয় সড়কে রাতভর চালকদের মধ্যে গরম চা পরিবেশন শুরু হয়েছে। প্রতিদিন গভীর রাত থেকে শুরু হয়েছে এক কাপ গরম চা, সঙ্গে সেফ ড্রাইভ,সেভ লাইফ এর প্রচার।
