জলপাইগুড়ি স্টেশন বাজার বাঁচাতে অধীরের দ্বারস্থ জেলা কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ ডিসেম্বর,২৩ :
জলপাইগুড়ি স্টেশন বাজার বাঁচাতে এবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ হতে যাচ্ছে জেলা কংগ্রেস। উল্লেখ্য, জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একাধিক উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে। এর জেরে স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের প্রায় ছয় শতাধিক ব্যবসায়ীকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সরে যাওয়ার নোটিশ জারি করেছে রেল দফতর। এতে আতঙ্কে ব্যবসায়ীরা। কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে
রবিবার জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকার দোকানদারের সাথে কথা বললেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। দোকানদারদের সাথে কথা শেষে পিনাকী বাবু বলেন, বিষয়টি নিয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ আমরা হবো। আজকেই পুরো বিষয়টা জানাবো। কারণ এই ব্যবসার সাথে প্রচুর পরিবারের সদস্যরা যুক্ত রয়েছে। যাদের রুজি রোজগার এই বাজারের উপর নির্ভরশীল। তাই অধীর রঞ্জন চৌধুরীকে পুরো বিষয়টি জানানো হবে। পাশাপাশি সরকারের কাছে আবেদন করেছি প্রত্যেক ব্যবসায়ীদের আগে নির্দিষ্ট জায়গা দিয়ে তারপরেই রেলের উন্নয়ন হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *