সংবাদদাতা, শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর’২৩ : উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুন খবর। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলবে জঙ্গলের রাজা সিংহের। রবিবার বিকেলে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।

জানা গেছে কেন্দ্রীয় যু অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সিংহ আনার ক্ষেত্রে বেঙ্গল সাফারি সিলমোহর পেতেই ত্রিপুরা রাজ্য থেকে সিংহ আনার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসেই ত্রিপুরা থেকে এই সিংহ আনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে পর্যটকরা এই সিংহ সাফারি করতে পারবেন।