বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ ডিসেম্বর’২৩ : শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনে তান্ডবের ঘটনায় নাম জড়িয়েছে হালিশহর জেটিয়া থানার নান্না রোড এলাকার বাসিন্দা কলেজ ছাত্র নীলাক্ষ আইচের। ঘটনার দিন ১৩ ডিসেম্বর বুধবার সংসদ ভবনে হামলার সেই দৃশ্য হোয়্যাটস্যপে সর্বপ্রথম নীলাক্ষকে পাঠায় ধৃত মুলচক্রী ললিত ঝা। কলেজ পড়ুয়া নীলাক্ষের দাবি অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে কলকাতার সেন্ট্রাল এভিনিউয়তে ইন্ডিয়ান এসোসিয়েশন হলে লতিতের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।

সোমবার বিকেলে নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করতে হালিশহরে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই প্রতিনিধি এবং সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের দুই আই বি অফিসারও। একঘন্টা নীলাক্ষ ও তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারীরা বাইরে বেরোনো। যদিও তদন্তকারীরা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। তবে নীলাক্ষের পিতা নিলয় আইচ সাংবাদ মাধ্যমের ওপর তিতিবিরক্ত। যদিও সাংবাদিকদের প্রশ্নবানে ভীষণ চটে যান কলেজ পড়ুয়ার পিতা।