বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ ডিসেম্বর’২৩ : টিটাগড় থানার ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামে এক আবাসনের তৃতীয় তলায় রবিবার গভীর রাতে পুলিশ কর্মীর ফ্ল্যাটের জানলা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলি জানলার কাচ ভেদ করে রান্না ঘরে গিয়ে পড়ে। সোমবার সকালে ব্যারাকপুর লাটবাগানে কর্মরত ওই পুলিশ কর্মীর নজরে আসে রান্না ঘরের জানলার কাঁচে গুলি লাগার বিষয়টি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকায়।

ঘটনায় আতঙ্কিত ওই পুলিশ কর্মীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে এক বায়ু সেনার কর্মীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে খবর, ওই বায়ু সেনা কর্মী স্বীকার করেছেন তিনি নিজের বন্দুক দিয়ে অনুশীলন করছিলেন। সেই সময়েই আচমকা বন্দুক থেকে গুলি বেরিয়ে ওই আবাসনের পুলিশ কর্মীর রান্নাঘরের কাঁচে লেগেছে। জিজ্ঞাসাবাদের পরই টিটাগড় থানার পুলিশ ওই বায়ু সেনার কর্মীকে আগ্নেয়াস্ত্র-সহ এয়ার ফোর্স কর্মীকে আটক করেছে।