রেল হকার ঘিরে উত্তেজনা জগদ্দল স্টেশনে


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ ডিসেম্বর’২৩ : পূর্ব রেলের তরফে কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে হবে। নোটিশ মোতাবেক সোমবার বেলায় জগদ্দল স্টেশনে জবরদখল উচ্ছেদে আসে রেল পুলিশ। যদিও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেয় স্টেশনের রেল হকার ভাইরা। অভিযোগ, রেল প্রশাসনের সামনেই এক বন্ধ দোকানদার স্টেশনের বুকিং অফিসারকে হুমকি দেন। যদিও রেল হকার্স ইউনিয়নের কর্তারা এর তীব্র প্রতিবাদ জানান।

Tension over rail hawkers at Jagaddal station

এমনকি হকার ভাইরা তৎক্ষণাৎ হুমকি দেওয়া হকারকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন। উচ্ছেদ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো বলেন, রেল প্রশাসনের কাছে তারা দাবি রেখেছেন হকার ভাইদের লাইলেন্স দিয়ে রেল ভাড়া নিয়ে হকার ভাইদের জীবিকা সুনিশ্চিত করা হোক। তবে স্টেশনের বুকিং অফিসারকে হুমকি Bবিষয়ে তিনি পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *