সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর’২৩ : “নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ২০২৩” এর পরীক্ষা হয়েছিল রাজ্য জুড়ে সেপ্টেম্বর মাসে। এদিন সদর উত্তর মন্ডলের প্রথম ১৬ জন স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, সদর উত্তর মন্ডলের পক্ষ থেকে কদমতলা শিক্ষক ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হয়। সমিতির উত্তর মন্ডলের সম্পাদক জয়দীপ মুখার্জি বলেন রাজ্য জুড়ে সেপ্টেম্বর মাসে “নিখিলবঙ্গ মেধা অন্বেষণ” পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি অংক এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল। এবারেই প্রথম “নিখিলবঙ্গ মেধা অন্বেষণ” পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি আরও বলেন সদর উত্তর মন্ডলের তিনশতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। তাদের থেকেই এদিন প্রথম ১৬ জন স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, সদর উত্তর মন্ডলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
