জাতীয় উপভোক্তা দিবস পালিত হলো জলপাইগুড়ি


অরুণ কুমার : সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে জলপাইগুড়ি জেলাতেও পালিত হল জাতীয় উপভোক্তা দিবস পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পালিত হলো জাতীয় উপভোক্তা দিবস ২০২৩।

দপ্তরের সহ অধিকর্তা শ্রীদেবাশীষ মন্ডল জানান যে জলপাইগুড়ি জেলায় বর্তমানে ৪৫টি স্কুলে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কনজুমার ক্লাব গঠিত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রী এবং মানুষের কাছে সংবিধান প্রদত্ত ক্রেতা সুরক্ষা আইনে বর্ণিত জনগণের অধিকার এবং বিচার চাওয়ার যে সুযোগ রয়েছে তা জানানোর উদ্দেশ্যে সদর ব্লকের বেরুবাড়ি গমিড়াপাড়া হাই স্কুলে এ বছর জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয়।

National Consumer Day was celebrated in Jalpaiguri

এই উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রেতা সুরক্ষা সচেতনতায় একটি রেলি বের করা হয়। কনজিউমার ক্লাবের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়। এবং একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি র ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর অনুরাধা লামা, বিশিষ্ট কবি ও পরিবেশবিদ শ্রী দীনেশচন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক শ্রী মৃন্ময় কুমার রায় এবং অন্যান্য বিশিষ্ট মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *