সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বর’২৩ : পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক ষাটোর্ধ মহিলারা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্মীয়মান ভবন সংলগ্ন এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গেছে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে ট্রাফিক পুলিশ সাড়ে সাড়ে ১১ টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। পুলিশ সুত্রে জানা গেছে মৃত মহিলার নাম বিনতা রায়। স্থানীয়দের দাবি বিনতা রায় বিভিন্ন বাড়িতে পরিচালিকার কাজ করে।