জলপাইগুড়িতে ক্রিসমাস কার্নিভাল (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর’২৩ : বড়দিনের উৎসবে মাতল জলপাইগুড়ি শহর। শহর ও শহরতলীর সব গীর্জাকে এক ছাতার তলায় নিয়ে এসে মঙ্গলবার শহরে রাস্তায় নামল আট থেকে আশি সকলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই বার্তা তুলে ধরলেন প্রশাসনের কর্তারা। নাচ, গানের মধ্য দিয়ে প্রভু যীশুর জন্মদিনে মাতলেন সকলে।

এবছর প্রথম রাজ্য সরকারের উদ্যোগে সব গীর্জাকে নিয়ে বড়দিনের কার্নিভাল অনুষ্ঠান হল শহরে। এদিন শহরের সমাজ পাড়ার আইএমএ ময়দানে জমায়েত হয় সব গীর্জার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন,

Christmas Carnival in Jalpaiguri

রাজ্য সরকারের প্রতিনিধি ওএসডি শুভাশিস ঘোষ, জেলা প্রশাসনের তরফে সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী সহ আরো অনেকে। বিভিন্ন গীর্জার তরফে প্রভু যীশুর বানী তুলে ধরা হয় র‍্যালীর মধ্য দিয়ে। শহরে শোভাযাত্রা করে নয়াবস্তি এলাকার ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চে শেষ হয়। সেখানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের বরণ করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন গীর্জার ফাদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *