সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ জানুয়ারি’২৪ : মঙ্গলবার সাতসকালে জলপাইগুড়ি শহরের দিনবাজারে দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক বাইক আরোহী সহ একজন। জানা গেছে, এদিন সকালে দিনবাজার এলাকায় একটি দশ চাকার লরি আসার সময় একটি বাইক আরোহী সহ একজন সেই ১০ চাকার লরির ভেতরে হঠাৎই ঢুকে যায়।

এরপর কোনমতে এলাকার বাসিন্দারা সেই বাইক আরোহী সহ আরেক জনকে উদ্ধার করে। তারপর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। বাইকটি লরির ভিতরেই আটকে ছিল। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন লরিটিতে ভাঙচুর চালায় এবং বিক্ষোভ দেখায়। ফলে বেশ কিছু সময় দিনবাজার এলাকায় যানজট পরিস্থিতি তৈরি হয়।

অবশেষে সেই বাইকটিকে লরি থেকে টেনে বের করে এলাকার দোকানদাররা। ঘটনার পর অনেকেই অফ ক্যামেরায় জানান, শহরের ভেতরে বড় গাড়ি ঢোকা বন্ধ করা উচিত পুরসভা ও প্রশাসনের। কারন এরফলে শহরে একদিকে যেমন দুর্ঘটনার সম্ভাবনা কমবে। পাশাপাশি পুর রাস্তা, পানীয় জলের পাইপের ক্ষতির সম্ভাবনা থাকবে না। তারা জানান, জাতীয় সড়ক আর পুর সড়কের সহন ক্ষমতা ভিন্ন। তাই জাতীয় সড়কের গাড়ি পুর সড়কে ঢুকলে সড়কের নানাবিধ ক্ষতি হয়ে থাকে। তাই জাতীয় সড়ক থেকে শহরে ঢোকার মুখে ছোট গাড়িতে করে মাল শহরে আনার ব্যবস্থা করা উচিত প্রশাসনের।