সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ জানুয়ারি’২৪ : মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার আমেজ দেখা গেছে। কুয়াশায় ঢাকা ছিল গোটা জলপাইগুড়ি। গাছপালা ছিল সাদা চাদরে মোড়া। এদিন রোজকারের মতনই মানুষ গরম পোশাক পড়ে বাইরে বের হয়েছেন।

তবে দূর থেকে জলপাইগুড়ি শহরকে মনে হচ্ছে যেন চাদরের মতন কিছু দিয়ে মোড়ানো রয়েছে। কয়দিন থেকে জলপাইগুড়িতে শীতের আমেজ লক্ষ্য করে অনেক মানুষই দারুনভাবে দিনগুলো উপভোগ করছেন। গতকাল বছরের প্রথম দিনও ভোর থেকেই ঘন কুয়াশায় আছন্ন ছিল জলপাইগুড়ি।

কুয়াশায় ঢেকে ছিল শহরের বেশ কয়টি গুরুত্বপূর্ণ জায়গায়ও। অতিরিক্ত কুয়াশার কারণে শ্রমিক শ্রেণীর মানুষরা অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয়েছে বলে তারা জানিয়েছেন। কারণ অতিরিক্ত শীতে বা কুয়াশায় তাদের কোন কাজ মিলছে না। তবে দিন বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তেজ তেমন ভাবে দেখা মিলেনি।