বছরের ৭ মাস সবজি কেনেন না রাজু; সবটাই আসে বাড়ির ছাদ বাগান থেকে (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ জানুয়ারি’২৪ : বছরের ৭ মাস নাকি সবজি কিনতেই হয়না। সবটাই আসে বাড়ির ছাদ বাগান থেকে। শুনতে একটু অবাক লাগলেও গত তিন চার বছর থেকে এমনটাই করে আসছেন রাজু রায়। বাড়ি ১২০০ স্কয়ার ফিট ছাদে গড়ে তুলেছেন সবজি বাগান। কি নেই তাতে? ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক, থেকে শুরু করে আদা, পেঁয়াজ রসুন সবই চাষ করছেন তিনি।

সারা বছর ধরেই চলে তার এই কাঁচা সবজির চাষ। কেবল বাড়িতে খাবার জন্য নয় পাড়া প্রতিবেশীর মধ্যেও বন্টন করেন ওই সবজি। জলপাইগুড়ি শহর সংলগ্ন বজরা পাড়ার বাসিন্দা রাজু রায় পেশায় গ্রন্থাগার কর্মী। ছোটো বেলা থেকেই নাকি মরসুমি সবজির চাষের একটি নেশ ছিলো তার। স্কুল কলেজে পড়াকালিন যে কারনে গ্রামের বাড়িতে টুকটাক সবজি লাগাতেন। এরপরে কর্মজীবনে ঢোকার পরে জলপাইগুড়ি আসেন।

প্রথমে ভাড়া বাড়ি পরে ২০১৮ টোপামারি বজরাপড়ায় বাড়ির তৈরি করার পর থেকেই ফুলফেজে সবজি চাষ শুরু করে দেন। মাছের বড় বড় কার্টুন ব্যবহার করে করছেন পালং, ধনেপাতা, মুলো, চাষ। আবার বাঁশের খাঁচা,তৈরি করে লাউ কুমড়ো, বিভিন্ন প্রকার,বিনস চাষ করছে। এই কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য,করছে রাজু রায়ের স্ত্রী মমতা রায়।

এদিন রাজু বাবু জানান, তিনি সারা বছর ধরেই বিভিন্ন প্রকার সবজি চাষ করছেন। যে সমস্ত বীজ ব্যবহার করেন সে গুলি সার্টিফাইড। আর অর্গানিক সার ব্যবহার করার কারনে ফলন যেমন ভালো হয়। সকাল ৮ টা থেকে বাগানে গাছের পরিচর্যার কাজ শুরু করেন। ২ ঘন্টা কাজ করার পরে তিনি কর্ম স্থলে যান। তার অবর্তমানে বাগানে কাজ শুরু করেন তার স্ত্রী। এই ভাবেই স্বামী স্ত্রী মিলে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *