নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ময়নাগুড়ির
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এলেন রাজস্থানের দুই মন্ত্রী।

উল্লেখ্য, গতকাল ময়নাগুড়ির দোমহনী এলাকায় বিকানীর এক্সপ্রেস দুর্ঘটনায় কবলে পরে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয় এবং কয়েকজন মারা যান। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর মন্ত্রী সভার ক্যাবিনেট মন্ত্রী গোবিন্দ রাম এবং অপর একজন মন্ত্রী ভানয়ার সিং কে পাঠান ঘটনা খতিয়ে দেখতে। সেই সূত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল হয়ে দুই মন্ত্রী পৌঁছান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
মন্ত্রী গোবিন্দ রাম বলেন, প্রায় ৬ জন আহত রয়েছেন যারা রাজস্থানের। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি জলপাইগুড়ির চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও সমাজ কর্মীদের ভূয়সী প্রসংসা করেন। এরপর দুই মন্ত্রী দুর্ঘটনাস্থলও পরিদর্শন করতে যাবেন বলে জানিয়েছেন।