সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জানুয়ারি’২৪ : ইমাম, পুরোহিত, ফাদারদের উপস্থিতিতে জলপাইগুড়িতে তৃণমূলের সংহতি যাত্রা। সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমুল কংগ্রেস দলের পক্ষ থেকে শহরের সমাজপাড়া থেকে এই সংহতি মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনের এই মিছিলে সর্বধর্মের প্রতিনিধিরা যেমন ছিলেন তার সঙ্গে পা মেলান জেলা তৃণমুল সভানেত্রী মহুয়া গোপ, মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা যুব তৃণমুল সভাপতি সন্দীপ ছেত্রী, জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, জেলা তৃণমুল কংগ্রেস কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায়, ভাইস চেয়ারম্যান সৈকত চাট্যাজি, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, সদর বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বার্মা সহ জেলা মহিলা এবং ছাত্র তৃণমুল কংগ্রেস সংগঠণের নেতৃত্বরা।

এই সংহতি মিছিল প্রসঙ্গে জেলা তৃণমুল সভানেত্রী মহুয়া গোপ বলেন, আজ ২২ শে জানুয়ারী দেশের একটি বিশেষ দিন, আজ একটি রাজনৈতিক দল একটি বিশেষ ধর্ম কে নিয়ে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে এই সংহতি মিছিল।