বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ জানুয়ারি’২৪ : নেতাজীর জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার নৈহাটির রামঘাট সংলগ্ন অঘোরী বাবার বৃদ্ধাশ্রমে আবাসিকদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসিকদের এদিন দুপুরের মধ্যাহ্ন ভোজনও করানো হয়। সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম উদ্যোক্তা হালিশহর পুরসভার প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহা।

এদিন নৈহাটির অঘোরী বাবা বৃদ্ধাশ্রমে হাজির হয়ে আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদ বলেন, যারা খুব কষ্ট করে দিনগুজরান করেন, তাঁদের পাশে দাঁড়ানো উচিত। দলীয় কর্মী বন্ধু গোপাল সাহা সেবামূলক কাজের জন্য নেতাজীর জন্মদিনটিকে বেছে নিয়েছেন।

সাংসদের দাবি, তার মতে, স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল নেতাজীর। অপরদিকে সেবামূলক কাজের উদ্যোক্তা বন্ধু গোপাল সাহা বলেন, প্রতি বছর নেতাজীর জন্মদিনে তারা অসহায় মানুষের সেবায় নিয়োজিত রাখেন। তাঁর জীবনের রাজনৈতিক গুরু অর্থাৎ সাংসদ অর্জুন সিংয়ের অনুপ্রেরণায় ও সহযোগিতায় এদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সেবা করলেন।

সাংসদ ছাড়াও সেবামূলক কাজে হাজির ছিলেন হালিশহরের প্রাক্তন কাউন্সিলর কল্যাণী বসু ও সুজিত দাস, দীপঙ্কর ঘোষ, অতনু রায় চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।