সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি’২৪ : জলপাইগুড়িতে বিরিয়ানির অর্ডার ক্যানসেল করায় ১০ বছরের শিশুর দাঁত ভেঙে দিল দোকানের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় এই অমানবিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকায়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শিশুটি কদমতলা এলাকায় একটি বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি অর্ডার দিয়েও তা কোনো কারণে না খেতে চাওয়াতেই বিরিয়ানির দোকানের এক কর্মচারী শিশুটিকে মারধর করে বলে অভিযোগ।

ন্যাক্কারজনক এই ঘটনাটিকে প্রত্যক্ষ করে স্থানীয়রা ছুটে আসেন এবং শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি প্রতিবাদে সামিল হন। সম্মিলিত প্রতিবাদে ওই দোকানের দুই অভিযুক্ত কর্মচারীও শিশুটিকে মারধর করার অভিযোগ স্বীকার করে নেয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই অভিযুক্ত কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহরের যুবক রোহিত মৈত্র জানান, দোকানের কর্মচারী শিশুটিকে নীচে ফেলে লাথি, ঘুষি যেভাবে পারছে মারছে। তিনি এই ঘটনার কড়া ভাবে নিন্দা করেন।

খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। মধুমিতা জানান, শিশুটির পরিবারের তেমন কেউ নেই। জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি। মাঝেমধ্যেই এভাবে এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমরা তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি।

ঘটনার সময় দোকানে ছিলেন না ওই বিরিয়ানির দোকানের মালিক বিজন চন্দ। তিনি তাঁর কর্মচারীর ঘৃণ্য কাজের নিন্দা করে বলেন, অল্প সময়ের মধ্যে দোকানের বাইরে এমন একটি ঘটনা ঘটল, যার নিন্দার ভাষা নেই।