জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়েছে (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। খুব দ্রুত গতিতে এখন সেই কাজ চলছে।

জলপাইগুড়ির মানুষের অনেকদিনের দাবী ছিল স্টেশনের প্ল্যাটফর্ম বড় করার। কারণ, দার্জিলিং মেল ২২ কোচের হওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে পুরো জায়গা পায় না। বেশ কয়েকটি কোচ প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাইরে দাড়ায়। এতে ঐ ট্রেনের ওই কোচের যাত্রীদের ওঠানামা করতে চরম সমস্যায় পড়তে হয়। এছাড়াও পুরো প্ল্যাটফর্ম জুড়ে শেড না থাকায় রোদ বর্ষায় যাত্রীদের কষ্ট হয়।

এবার সেসব সমস্যা দূর করতে রেলদপ্তর এক ও দুই নম্বর গুমটি সংলগ্ন এলাকায় প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই সেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

Jalpaiguri Town Station platform extension work has started

রেলের এই উদ্যোগ প্রসঙ্গে শহরবাসী কার্তিকচন্দ্র দাস বলেন, জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় আগামী দিনে ২২ বা ২৪ কোচ ট্রেন পুরোটাই এই স্টেশনে ভালোভাবে দাড়াতে পারবে। এতে যাত্রীদেরও অনেক সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *