জলপাইগুড়ি ফার্মাসী কলেজের প্লাটিনাম জুবিলির দুদিন ব‍্যাপী অনুষ্ঠান শুরু হল (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জানুয়ারি’২৪ : ফার্মাসী প্রফেশন এবং দেশের প্রথম ডিপ্লোমা ফার্মাসী কলেজ, তথা জলপাইগুড়ি ফার্মাসী কলেজের প্লাটিনাম জুবিলির দুদিন ব‍্যাপী অনুষ্ঠান শুরু হল বুধবার।

এদিন কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক প্রদীপ বর্মা, জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

Jalpaiguri Pharmacy College's Platinum Jubilee two-day program has begun

কলেজের অধ্যক্ষ উত্তম শর্মা বলেন তাদের কলেজের পাশাপাশি ফার্মাসি প্রফেশনেরও ৭৫ বছর। দুটোই একসাথে পালন করা হচ্ছে। ফার্মাসি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন এমন বহু মানুষ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *