সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ জানুয়ারি’২৪ : সমতলের ওয়েদার পাহাড়কেও হার মানিয়েছে। কুয়াশার চাদরে আচ্ছন্ন শহর জলপাইগুড়ি সহ শহর লাগোয়া এলাকা। শুক্রবার সকাল থেকেই কুয়াশার আচ্ছন্ন ছিল শহরের সর্বত্রই। পাশাপাশি শীতের আমেজ। দৃশ্যমানতা কম থাকায় হেড লাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে দেখা গেছে।

পথচারীরা গরম কাপড়, টুপি ও মাফলার জড়িয়ে নিত্যদিনের মতো নিজেদের কাজে বেড়িয়েছেন।স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন গাড়ির চালক থেকে পথ চলতি সাধারণ মানুষ। এর পাশাপাশি শহর ও শহর সংলগ্ন মোড়গুলিতে আগুন জ্বালিয়ে শীতের আমেজ উপভোগ করছে জলশহরের বাসিন্দারা। বেলা যত বাড়ছে কুয়াশাও ততই বাড়ছে জলপাইগুড়িতে। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসি। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে।

তারই মধ্যে প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন শহরবাসী দিলীপ সাহা। এই হাড়কাঁপানো ঠান্ডা প্রসঙ্গে তিনি বলেন, আজ ভীষণ ঠান্ডা। অন্য দিনের তুলনায় ঠান্ডা আজ অনেকটাই বেশি। এতটাই যে হাত জমে যাচ্ছিল। তিনি আরো বলেন, সাইকেল চড়ে এলাম মনে হচ্ছে সোয়েটার ভিজে যাচ্ছে। বরফ পড়ার মতো ছোট ছোট জলের বিন্দু সারা গায়ে। তিনি জানান, অনেক দিন পড়ে জলপাইগুড়িতে এরকম শীত পড়ায় তিনি বেশ উপভোগ করছেন।