সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি’২৪ : ধুপগুড়ির পর এবার জলপাইগুড়ি শহরে রবিবার সাতসকালে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আর কয়েক ঘন্টা বাদেই জলপাইগুড়ি শহরে রাহুল গান্ধীর আসার কথা রয়েছে।

ইতিমধ্যেই জলপাইগুড়ি শহর কংগ্রেসের রাহুল গান্ধীর ফ্লেক্স ফেস্টুন, ব্যানারে সেজে উঠেছে। রাতের অন্ধকারে কে বা কারা রাহুল গান্ধীর ছবি দেওয়া ন্যায় যাত্রার ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে নষ্ট করে দেয়। সাত সকালে কংগ্রেসের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরে।

কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত জানান, রাহুল জি দেখুক রাজ্যের তথা জলপাইগুড়ির কি অবস্থা। এরকম ছেঁড়া ব্যানারই থাকবে। আজ দুটোর নাগাদ রাহুল গান্ধী জলপাইগুড়ির শহরে আসবেন।
আরো পড়ুন : রাহুলের ন্যায় যাত্রায় জোট সঙ্গী তৃণমূল সহযোগিতা করছে না অভিযোগ কংগ্রেসের
পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা করে কদমতলা হয়ে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবার কথা রয়েছে তাঁর। ফেস্টুন ছেঁড়ার বিষয়টি কি প্রশাসনকে জানাবেন প্রশ্নের উত্তরে পিনাকী বাবু কটাক্ষের সুরে জানান, প্রশাসনকে জানাবো। তবে প্রশাসনকে জানিয়েও তো কোন লাভ হয় না, সবইতো উপরের নির্দেশে চলে।