জলপাইগুড়িতে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের ঢল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি’২৪ : পূর্ব ঘোষণা মতোই ভারত জোড়ো ন্যায় যাত্রায় রবিবার জলপাইগুড়ি শহরে আসেন রাহুল গান্ধী। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন শিলিগুড়ির এনএইচপিসির বাংলো থেকে সড়কপথে জলপাইগুড়ি আসেন তিনি।

পাহাড়পুর মোড় হয়ে শহরের পিডব্লুডি মোড়ে পৌঁছান। সেখান থেকে হুডখোলা গাড়িতে র‍্যালি শুরু করেন রাহুল। এদিন তার সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, জয়রাম রমেশ সহ অন্যান্য কংগ্রেস নেতাকে র‍্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে।

এদিকে রাহুল গান্ধীকে দেখার জন্য পিডব্লুডি মোড় থেকে শুরু করে থানা মোড়, ডিবিসি রোড, কদমতলা মোড়ের দুই ধারে প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষ করার মতো।

In Jalpaiguri people flocked to Rahul's India Joro Naya Yatra

রাহুল গান্ধীকে সামনে পেয়ে কেউ উপহার হিসেবে তার ছবি, কেউ বা ফুলের তোড়া তুলে দিয়েছেন। র‍্যালিটি এদিন কদমতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখান থেকে শান্তিপাড়া, মাসকলাইবাড়ি, অসম মোড় হয়ে শিলিগুড়ির দিকে রওনা হয়ে যান রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *