কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ৩০ জানুয়ারি’২৪ : বিদ্যুত সংযোগ দিয়ে নদীর জলে মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের গাড়খুটা এলাকায়। মৃত যুবকের নাম সুব্রত রায়। বয়স ২৯।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের নোনোই নদীতে কয়েকজন বন্ধু সংলগ্ন মুরগীর খামার থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মাছ ধরতে গিয়েছিল। আচমকাই বিদ্যুত তারের সংস্পর্শে এসে তরিদাহত হয় সুব্রত।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌছে দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে ঘটনার কথা জানতে পেরে বিদ্যুৎ দফতরের তরফে এর তদন্ত শুরু করা হয়েছে।