সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারি’২৪ :
জলপাইগুড়ি টাউন স্টেশনের নির্মিয়মান এক নং প্লাটফর্মের কাজ বন্ধ করে দিল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি নালা বন্ধ করে দিয়ে রেলের কাজ করা হচ্ছে।

এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া রেলের পক্ষ থেকে অনেক উঁচু প্রাচীর তৈরি করে তাদের ঘর বাড়ি ঢেকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

এই অভিযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেন। রেলের অমৃত ভারত প্রকল্পের কাজ বন্ধ করে দেন তারা। উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পের মধ্য দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কাজই বন্ধ করে দেওয়া হয়েছে।