মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে চওড়া হাসি পরীক্ষার্থীদের মুখে (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি,১০ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়িতে নির্বিঘ্নে শেষ হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। উল্লেখ্য ২রা ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। বাংলা দিয়ে শুরু হয়ে আজ শনিবার শেষ হলো এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা। এদিন ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। দোল উৎসব আসতে আরো কিছু দিন বাকি থাকলেও জলপাইগুড়ি বিভিন্ন বিদ্যালয়ের সামনে আজ দেখা গেলো রং খেলতে।

ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন ছিল আজ। পরীক্ষা শেষের আনন্দে আবার কিছু পরীক্ষার্থীকে দেখা গেল অভিভাবকের কাছ থেকে মোবাইল নিয়ে বন্ধুদের সাথে সেল্ফি তুলতে। পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে পরীক্ষার্থীরা বলেন তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে।

On the last day of the madhyamik examination a wide smile is on the faces of the candidates

এখন পরীক্ষা শেষ, এখন কটা দিন শুধুই আনন্দ আর চুটিয়ে মজা করবেন। পরীক্ষার্থীরা জানায় ছোট বড় সব প্রশ্ন মিলিয়ে ভালোই নম্বরের উত্তর করেছি পরীক্ষার ফল ভালই হবে। অপরদিকে অভিভাবকরা জানায় আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো ছেলেমেয়েরা বলছে পরীক্ষা ভালই হয়েছে তাই মনে হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার।


উল্লেখ্য এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৫০০জন। পাশাপাশি জেলায় মোট ৯৭ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *