সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ ফেব্রুয়ারি’২৪ : অসমাপ্ত সেতুর কাজে সমস্যা। তাই কাজ আপাতত এখন হবে না। পরিস্কার জানিয়ে দিলেন এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য, বাম আমলে শুরু হওয়া রবীন্দ্রভবন সংলগ্ন করলা নদীর উপর সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে আছে।

বার বার বিভিন্ন মহল থেকে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হলেও আজ পর্যন্ত সেতুর কাজ সম্পন্ন হয়নি। নির্মীয়মান সেতুর আশপাশে করলা বাঁধের ওপর কয়েকটি পরিবারের বাস দীর্ঘদিন ধরে। সেতু চালু হলে ঐ পরিবারগুলির বাড়িঘর ভাঙা যাবে।

এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, সেতু চালু হলে ঐ পরিবারগুলির বাড়িঘর ক্ষতি হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপাতত সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে। কারণ নদীর যাতে কোন ক্ষতি না হয়, সেজন্য সেচদপ্তর থেকে একটি রিপোর্ট দিয়ে জানানো হবে কিভাবে সেতুর বাকি কাজ করা যায়। সেই রিপোর্ট এলেই সেতুর বাকি কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।