জলপাইগুড়িতে ৫১ ফুটের সুউচ্চ সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে জোরকদমে (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়ির গোমস্তপাড়ায় স্টুডেন্টস অফ জলপাইগুড়ির উদ্যোগে ৫১ ফুটের সুউচ্চ সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে জোরকদমে। এখন চলছে প্রতিমাকে রঙিন করে তোলার কাজ।

এত বড় সরস্বতী প্রতিমা উত্তরবঙ্গ তথা রাজ্যে এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের। উল্লেখ্য, আমেরিকায় ১৬ ফুটের স্থায়ী সরস্বতীর মূর্তি রয়েছে। সেই মূর্তির আদলকে থিম করে জলপাইগুড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বলে জানালেন স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষে প্রীতম ঘোষ।

সোমবারের মধ্যে এই সুউচ্চ প্রতিমা গড়ার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করছেন তিনি। অন‍্যদিকে মৃৎশিল্পী বিনয় পাল জানান, এর আগে নাওয়াপাড়া এলাকায় ৪৫ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি করেছিলেন।

A 51 feet tall Saraswati idol is being made in full swing at Jalpaiguri

সেই প্রতিমা খুবই প্রশংসিত হয়েছে। এবার ছাত্র-ছাত্রীদের অনুরোধে এখানে এই ৫১ ফুটের প্রতিমা তৈরি করছেন। আরও কিছু শিল্পীকে নিয়ে এই প্রতিমা গড়ে চলেছেন তিনি। এই প্রতিমাও দর্শনার্থীদের নজর কাড়বে বলেই শিল্পী আশাবাদী।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *