কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারি’২৪ : শিলিগুড়িতে যত জনপ্রিয় মেলা আসে তার মধ্যে জনপ্রিয় পুস্পমেলা। উদ্বোধন করে মেয়র জানালেন আমরা সবাই ফুল ভালোবাসী। তাই আমার অনুরোধ সবাইকে আসুন আমাদের মেলায়।এখানে নানান ধরনের ফুলের দেখা আপনি পাবেন। যেটা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। ফুল এমন একটা জিনিস যার কোনকিছুর সাথেই তুলনা করা যায় না। ফুল শুধুমাত্র দিতে জানে নিতে নয়। এই মেলায় প্রতিবছরই প্রচুর মানুষ আসেন এবং ফুল দেখেন এবং ফুল কেনেন। তাই আমার অনুরোধ আসুন সবাই। এদিন ডেপুটি মেয়র জানান আমি নিজে ফুল ভালোবাসি।আর পূজো বলুন আর বিয়ে ফুল অপরিহার্য আমাদের কাছে। তাই আমি সবাইকে অনুরোধ করছি ঘুরে যান একবার হলেও। আপনি ভালো থাকবেন আপনার মনও ভালো থাকবে। এদিন পুস্পমেলায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার এবং এম এম আই সি রা।
