সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারি’২৪ : সন্দেশখালির পরিস্থিতি নিয়ে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে অবস্থানে বসল বিজেপি। এদিন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ অভিযোগ করে বলেন, সন্দেশখালিতে মা বোনেদের ওপর যেভাবে তৃণমূল নির্যাতন করেছেন তার প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ।

তৃনমুল নেতা মন্ত্রীরা সন্দেশখালিতে ঢুকে ধমকাচ্ছেন।আমাদের বিজেপির মন্ত্রী, বিধায়কদের সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রী সহ ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন এখনো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না। তৃণমূল সরকারের ছত্রছায়ায় তিনি আছেন ।