চার দিনের মাথায় উচ্ছেদ নোটিশ প্রত্যাহার রেলের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি’২৪ : চার দিনের মাথায় উচ্ছেদ নোটিশ প্রত্যাহার রেলের। আপাতত স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রথমে শোকজ। এরপর গত ১৫ তারিখ জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের হাতে সরাসরি উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিয়ে গিয়ে ছিলেন উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের কর্মীরা।

নোটিশে বলা ছিল ১৫ দিনের মধ্যে রেলের জমি থেকে বাজার সরিয়ে নিতে হবে ব্যবসায়ীদের।আচমকা রেলের নোটিশ হাতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে বাজারের ব্যবসায়ীদের। এই অবস্থায় কোথায় যাবেন। কি করবেন ভেবে না পেয়ে প্রশাসন এবং সাংসদের দারস্থ হন তারা। অনশনে বসারও হুমকি দেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে নোটিশ তুলে নেওয়ার কথা জানায় রেল।

সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে এই উচ্ছেদ পদ্মের ভোট ব্যাঙ্কে বিরুপ প্রভাব ফেলতে পারে এই আশঙ্কায় সাংসদের চাপে তড়িঘড়ি নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত। এদিন সকালে রেলের কর্মীরা এসে দোকানে দোকানে গিয়ে নোটিশ তুলে নেন। তাতে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা।

Railways withdrew the eviction notice after four days

তাদের বক্তব্য, অমৃত ভারত প্রকল্পে রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য জমির প্রয়োজন রয়েছে। তার জন্য রেলের জমি থেকে সরে যেতে রাজি আছেন তারা। কিন্তু বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা কি হবে এই প্রশ্নেও সরব হয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *