সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে নতুন গভীর নলকূপ সহ পাম্পিং স্টেশনের শিলান্যাস করা হল সোমবার। শিলান্যাস করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল, লোপামুদ্রা অধিকারী, ওএস তাপস দত্ত, ডিপিএসসির চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় সহ কাউন্সিলরা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ২২ নম্বর ওয়ার্ডের গভীর নলকূপ ও পাম্প স্টেশনের অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। ফলে সংশ্লিষ্ট দুটি ওয়ার্ড ছাড়াও সংলগ্ন আরও কয়েকটি ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়। এই দুটি নতুন পাম্প স্টেশন ও গভীর নলকূপ তৈরির পর এলাকায় আর জলের সমস্যা থাকবে না বলে জানান পুরপ্রধান পাপিয়া পাল। একই কথা জানান উপ পুরপ্রধানও।