সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি একরামুল হক হুজুর সাহেবের ৮০তম ওরস মোবারক মহাসমা তথা হুজুর সাহেবের মেলা শান্তিপূর্নভাবে সম্পন্ন হল।

উল্লেখ্য রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার পর সারারাত ধর্মীয় বিষয়ে আলোচনা হয়। সোমবার সারাদিন ধর্মীয় আলোচনা শেষে বিকেল চারটা নাগাদ গদ্দিন শীন হুজুর নুরুল হক সাহেব বিশ্বশান্তির কামনায় আখেরি মোনাজাত করেন।

সকলের জন্য কমিটির পক্ষ থেকে খিচুড়ি তবারক বিতরণ করা হয়।উত্তরবঙ্গ, বাংলাদেশ, অসম সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষ এই হুজুর সাহেবের মেলায় এসেছেন। মেলাকে কেন্দ্র করে রকমারি খেলনার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। সবমিলিয়ে এবার শেষ হল হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা।