রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা এসে পৌঁছালো জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : অধিকারের দাবিতে শুরু হওয়া “অধিকার যাত্রা” জলপাইগুড়ি’তে এসেছে। উল্লেখ্য রাজ্য কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে ১৭ই ফেব্রুয়ারি কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে এই অধিকার যাত্রা। এরপর বিভিন্ন এলাকা অতিক্রম করে মঙ্গলবার জলপাইগুড়ি এসে পৌছায়।

State Coordination Committee's Odhikar Yatra reached Jalpaiguri

শহরের ইন্দিরা কলোনী মোড় থেকে শুরু হয়ে জলপাইগুড়ি জেলাশাসক দফতরের সামনে এসে পৌছায় সেই পদযাত্রা। জেলাশাসকের দফতরের সামনে প্রতীকী বিক্ষোভ হয়। এরপর সেই যাত্রা কর্মচারী ভবন ছুয়ে থানা মোড়, কদমতলা হয়ে শান্তিপাড়া পৌছায়। সেখান থেকে রাজগঞ্জের দিকে যাত্রা শুরু হয়। সংগঠনের রাজ‍্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন আগামী দশই মার্চ দক্ষিণ ২৪পরগণায় গিয়ে এই অধিকার যাত্রার সমাপ্তি ঘটবে। এরপর ১৪ই মার্চ নবান্ন অভিযান কর্মসূচি হবে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, শুন্যপদে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে এই পদযাত্রা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *