সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক চা শ্রমিকের বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আলেয়া খাতুন নামে ওই চা শ্রমিক তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেসময়ই আচমকা তার শোয়ার ঘরে আগুন লাগে। আগুনে ঘরটি পুরোপুরি পুড়ে যায়। গ্রামবাসীরা দ্রুত জল এবং বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নিজের উদ্যোগে আর্থিক সহায়তা করেন।

পাশাপাশি প্রশাসনিক ভাবে সরকারি সহায়তা পেতে সাহায্য করবেন বলে তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। অন্যদিকে, ধলাবারি গ্রামের বাসিন্দা পদ্মশ্রী করিমুল হকও ওই বাড়িতে গিয়ে পরিবারটির পাশে দাঁড়ান। তিনি জানান, মালদার প্রাক্তন ফুটবলার উৎপল গুহদত্ত ঘটনাটি শুনে পরিবারটির পাশে দাঁড়াবেন বলে তাকে জানিয়েছেন। যদিও কি করে আগুন লাগল, সেই কারণ এখনও জানা যায় নি।