অচৈতন্য অজ্ঞাতপরিচয় মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করলো পুলিশ

সংবাদদাতা, মালদা, ২২ ফেব্রুয়ারি’২৪ : অর্ধনগ্ন অবস্থায় অচৈতন্য এক মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনাই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুরজোত এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ওই টোটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

অচৈতন্য ওই মহিলাকে পরে পুলিশি সহযোগিতায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম পরিচয় জানা যায় নি । তবে তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর।

The police rescued the unconscious unidentified woman from Ambagan

এদিন একটি টোটো করে আরাপুর জোত এলাকার নির্জন আমবাগানে ওই মহিলা এসেছিল। তাকে ওই টোটো চালক কি নিয়ে এসেছিল। যদিও ওই মহিলাটি নেশাগ্রস্থ অবস্থায় ছিল। শরীরের পোশাক প্রায় ছিলই না। ওই টোটো চালক আম বাগানে মহিলাটাকে ফেলে পালাবার চেষ্টা করে। আশেপাশের কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে টোটো চালককে ধাওয়া করলে, অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মহিলাটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *