দম্পতি আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে মামলা হাইকোর্টে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি’২৪ : জামিন পেয়েও মিলছে না স্বস্তি। জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত সৈকত চ্যাটার্জি সহ সকলেই জামিন পেয়েছিলেন আদালতে। সেই জামিনের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবারও মামলা করা হল।

এর আগে দম্পতির আত্মহত্যা প্ররোচনা মামলায় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জিকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেছিলেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি তথা ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী। সেই মামলায় জামিন পান সৈকত চ্যাটার্জি।

তাই এবার সেই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফের মামলা করলেন শিখা চ্যাটার্জী। আজ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। তিন সপ্তাহ পর এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মামলাকারীর পক্ষের আইনজীবী কল্লোল মন্ডল। অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী সন্দীপ দত্ত দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামিনের বিরুদ্ধে এই মামলা করা হল।

A case in the High Court against the bail of the accused in the couple's abetment of suicide case

এই বিষয়ে সৈকত বলেন, তিনি আইনের ছাত্র। আইনের প্রতি তার আস্থা আছে। ওনাদের মতো মামলা ওনারা করতেই পারেন। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মামলাকারি শিখা চ্যাটার্জি বলেন, তিনি ঘটনার সুবিচার চান। তাই আবারও আদালতের দ্বারস্থ হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *