কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ২৩ ফেব্রুয়ারি’২৪ : ফের পথ দুর্ঘটনা ধুপগুড়িতে! পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন চার ব্যক্তি! ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ৮.৩০ নাগাদ ধুপগুড়ি মহাকুমার অন্তর্গত ঠাকুর পাঠ সংলগ্ন সাঁকোয়াঝরা ২ নং গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় একটি ভটভটিতে করে কয়েকজন যুবক বাড়ি ফিরছিলেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাঁকোয়াঝরা দুই নং গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে উল্টে যায় ভটভটিটি। ঘটনায় গুরুতর আহত হয় চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বিভাগের কর্মীরা।

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে আসা হয় ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করে দেয়। এদিন বিকেলেই সাইকেল ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় দুই ব্যক্তি ধুপগুড়ির লাল স্কুল সংলগ্ন এলাকায়। সন্ধ্যায় ফের পথ দুর্ঘটনা ধুপগুড়ি মহকুমার ঠাকুর পাঠ সংলগ্ন এলাকায়। যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে।